কিশোরগঞ্জে সাংবাদিকদের ঈদ উপহারে খুশি সংবাদপত্র হকারেরা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সংবাদপত্র হকারদের ঈদ উপহার দিয়েছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব। বুধবার (৪ জুন) দুপুরে জেলার ২৮ জন হকারের হাতে তাদের পরিবারের জন্য আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে উন্নতমানের শাড়ি তুলে দেওয়া হয়। ঈদের আগে পরিবারের জন্য শাড়ি উপহার পেয়ে সংবাদপত্র হকারেরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা আয়োজকদের কৃতজ্ঞতা জানান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় এতে সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আলী রেজা সুমন, যুগ্মসাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তন্ময় আলমগীর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ, সদস্য মশিউর রহমান নাদিম, শহীদুজ্জামান শুভ প্রমুখ।
বক্তারা জানান, এবার পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এবার জেলার ২৮ জন সংবাদপত্র হকারদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ করেছে। এর আগেও সংগঠনটি সংবাদপত্র হকারদের পাশে ছিল। আগামীতেও এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, জেলা ও তৃণমূলের সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গত ২৮শে অক্টোবর ‘কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব’ যাত্রা শুরু করে।