০৪ জুন ২০২৫, ১৩:১১

ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় সদর হাসপাতাল  © সংগৃহীত

পঞ্চগড়ে ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন স্থানীয় লোকজন।

আজ বুধবার (৪ জুন) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকরা হলেন জামিদুল ইসলাম (২৩), রব্বানি (৩২) ও শাহিন আলম (৩৫)। আহত শ্রমিকের নাম জয় ইসলাম (৩০)।

স্থানীয় লোকজন জানান, ওই ভুট্টাক্ষেতের ওপর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে। একটি তার ছিঁড়ে নিচে পড়েছিল। একদল শ্রমিক ভুট্টা তোলার কাজ করছিলেন। এ সময় তারের কাছাকাছি থাকা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম। আহত অবস্থায় রব্বানি, শাহিন আলম, জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের ভাই শাহিনুর রহমান বলেন, ‘বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই আজকে আমার ভাইসহ তিনজনের প্রাণ গেল। যদি লাইনগুলো নিয়মিত চেক করা হতো তাহলে আজকে তিনজনের প্রাণ যাইত না।’

আরও পড়ুন: শেখ মুজিব-তাজউদ্দীনদের মুক্তিযোদ্ধা বাতিলের সংবাদটি ভুল: ফারুকী

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। একজনকে আমরা দ্রুত চিকিৎসা দিচ্ছি এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, আজকে সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যান। আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। পরে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।