উজানী ঢলে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, সরবরাহ বন্ধ
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানী ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপকেন্দ্রের অভ্যন্তরে পানি বিপদসীমার উপরে উঠে গেছে। ফলে উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে পিডিবি জুড়ী উপকেন্দ্রের কর্তৃপক্ষ। তারা জানান, উপকেন্দ্রের ভেতরে পানি প্রবেশ করায় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পুরো বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে।
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানী ঢলে জুড়ী উপজেলার ফুলতলা রোড, মোকামবাড়ি রোড, জুড়ী-গোয়ালবাড়ী রোডের কলেজ রোড ও নয়াবাজার এলাকার কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। যার জন্য গাড়ী চলাচলে বিঘœ হচ্ছে। এছাড়াও সাগরনাল ইউনিয়নে অবস্থিত জুড়ীর বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে গতকাল থেকে পানি উঠে যায়।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জুড়ী নদীর পানি বিপদসীমার ১৮৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক ইঞ্জিনিয়ার কবির আহমদ বলেন, গতকাল বিদ্যুৎ সরবরাহ কেন্দে পানি উঠে যায়। এরপর থেকে সরবরাহ বন্ধ রয়েছে। পানি না কমায় আমরা বিকল্প উপায়ে কুলাউড়া থেকে লাইন চালু করতে যাচ্ছি। আজকেই এই লাইন চালু হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো উপজেলার গ্রাহক সেবা পাচ্ছেন না। উপজেলা অফিসও অন্ধকারে রয়েছে। গতকাল হঠাৎ লাইন চলে যায়। এরপর থেকে আমরা কাজ করে যাচ্ছি বিদ্যুৎ সরবরাহ করার।