০৩ জুন ২০২৫, ১৮:১৮

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার, সম্পাদক শাহীন

সভাপতি কুমার ও সম্পাদক শাহীন  © সংগৃহীত

২০২১ সালের পর দীর্ঘ চার বছরের অপেক্ষার শেষে পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি পদে সংগঠনের পূর্বের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার এবং সাধারণ সম্পাদক পদে পূর্বের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনকে মনোনীত করা হয়েছে। সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি মাহদি হাসান, লুৎফুর রহমান লিটন, এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, দপ্তর সম্পাদক খালিদ হাসান এবং প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি।

প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী এক মাসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছিল, যেখানে ৩৪৯ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। ২০১৮ সালে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির মাধ্যমে ঘোষণা করা হয়েছিল আট সদস্যের একটি কমিটি।

নতুন নেতৃত্বের প্রত্যাশা, সংগঠনকে আরও কার্যকরী ও গতিশীল করে তোলা এবং ছাত্রসমাজের উন্নয়নের পথে একসাথে কাজ করা।