নেত্রকোনা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তে দিয়ে দুই নারীসহ তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
তারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার মো. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের সুমি আক্তার সিমা (২৫) ও পাবনার চাটমোহরের মারুফা খাতুন (২৮)।
এর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভারত। সাজা শেষে মঙ্গলবার সকালে ভারত বাংলাদেশের শূন্যরেখা বিজয়পুরের দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে বাঘমারা বিএসএফ ইন্সপেক্টর কৌশল কুমারের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বিজয়পুর বিওপির সুবেদার নূরুল ইসলামের কাছে তাদের হস্তান্তর করে।
পরে বিজিবি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।
নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর বিওপির নায়েক মো. শাহ আলম জানান, ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে দুই নারীসহ তিন জনকে হস্তান্তর করেছে। আমরা থানায় একটি লিখিত ডায়রির মাধ্যমে তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ওই ৩ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।