০৩ জুন ২০২৫, ১৩:১০

নদী পার হওয়ার সময় স্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

এনামুল  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে গরুর পাল নিয়ে নদী পার হওয়ার সময় স্রোতে ভেসে যাওয়া এনামুল (২০) নামের যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টার দিকে ডুবে যাওয়ার কাছাকাছি স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

গতকাল সোমবার বিকেলের দিকে উপজেলার মোজাফফর ইউনিয়নের বরনি নদীতে নিখোঁজ হন এনামুল।

এনামুল উপজেলার মোজাফফর ইউনিয়নের মোজাফফর গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে হাওরে গরু আনতে যান এনামুল। গরু নিয়ে নদী পার হওয়ার সময়  নদীর স্রোতে ভেসে যান এনামুল। গরুগুলো পাড়ে উঠলেও এনামুল আর পাড়ে উঠতে পারেনি। এর পর থেকে এনামুল নিখোঁজ ছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি পানিতে ডুবে মারা গেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এনামুল নামের এক যুবকের ভাসমান লাশ ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।