৩০ মে ২০২৫, ১২:১৩

এক শিক্ষক দুই প্রতিষ্ঠানের দায়িত্বে, এমপিও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

এক শিক্ষক দুই প্রতিষ্ঠানের দায়িত্বে, এমপিও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ  © টিডিসি ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক মো. সোলায়মানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি এমপিও নীতিমালা লঙ্ঘন করে একসাথে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সোলায়মান দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় আলিম ও ফাজিল স্তরের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।পাশাপাশি, তিনি ২০২২ সালে প্রতিষ্ঠিত বাবুনাজাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান পদে নিয়মিত দায়িত্ব পালন করছেন। 

অভিযোগ রয়েছে, তিনি একই দিনে উভয় প্রতিষ্ঠানে হাজিরা খাতায় স্বাক্ষর করে উপস্থিতি দেখিয়ে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, তিন বছর ধরে কার্যকর থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১.১৭ ধারায় স্পষ্ট বলা হয়েছে  এমপিওভুক্ত কোনও শিক্ষক অন্য কোনো চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবে না।এক্ষেত্রে সোলাইমান সাহেব কিভাবে থাকে।

এ বিষয়ে সোলাইমান হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে এ বিষয়ে বিষয়ে কোনো মন্তব্য করেনি।