হরিণের মাংস নিয়ে ঢাকায় আসার পথে যাত্রীবাহী লঞ্চে আটক ২
ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে একটি যাত্রীবাহী লঞ্চে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। ঘটনাটি ঘটে বুধবার (২৮ মে) মধ্যরাত ২টার দিকে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা তাসরিফ-১ নামক লঞ্চে অভিযান পরিচালনা করেন। এ সময় রাফেজ আহমেদ (৪১) ও মাকসুদুর রহমানকে (৩৫) সন্দেহভাজন হিসেবে তাদের দুটি ব্যাগ তল্লাশি করে হরিণের মাংস উদ্ধার করা হয়। রাফেজ ও মাকসুদুর উভয়েই ভোলার স্থায়ী বাসিন্দা।
বুধবার (২৮ মে) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
হারুন-অর-রশীদ জানান, উদ্ধার করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হরিণ শিকার ও এর মাংস পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।