২৭ মে ২০২৫, ১৫:৪৬

খুলনায় কপোতাক্ষ নদের চর থেকে শিকলে বাঁধা লাশ উদ্ধার

খুঁটিতে শিকলে বাঁধা মরদেহ  © টিডিসি

খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের চর থেকে গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) সকাল আটটার দিকে কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মজিদ নারানপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের কিছু যাত্রী সকালে খুলনা যাওয়ার পথে চরে খুটির সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।