২৭ মে ২০২৫, ১১:২৬

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইটভর্তি ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) বিকেলে পৌর শহরের ভাঙ্গাব্রিজ-সংলগ্ন ঠাকুরবাড়ী কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেলচালক আনোয়ার হোসেন ওই ট্রাকের পাশ দিয়ে একই দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি মোটরসাইকেলকে  ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আনোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।