১৯ মে ২০২৫, ২০:২৭

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

দুদকের অভিযান  © টিডিসি ফটো

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন। আজ সোমবার (১৯ মে) দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে ২ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার বিগত ২০১৯ সালের ১ অক্টোবরের পর লিপিবদ্ধ নেই। এছাড়া, পরীক্ষণ বিদ্যালয়ের স্লিপ বরাদ্দে অনিয়ম, ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়েও অনিয়মের তথ্য পাওয়া গেছে। 

এসব অনিয়মসহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে এবং প্রতিবেদনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে বলে জানান সোহরাব।