১৭ মে ২০২৫, ১৬:৩৫

মাদারীপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি  © ইন্টারনেট

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোলচত্বর-সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা রেলওয়ে থানার পুলিশ। আজ শনিবার (১৭ মে) ভোরে স্থানীয়রা রেললাইনে ছিন্নভিন্ন অবস্থায় লাশটি দেখতে পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানায় খবর দেন। 

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, ওই ব্যক্তি রেলে কাটা পড়ে নিহত হয়েছেন।

জানা যায়, আজ সকালে জেলার শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর-সংলগ্ন রেললাইনের পাশে ক্ষতবিক্ষত এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।