জুলাই কারো বাপ দাদার সম্পত্তি নয়— নরসিংদীতে নুরুল হক নুর
নরসিংদীতে এক জনসমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর স্পষ্টভাবে জানিয়েছেন, “জুলাই মাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচ্ছত্র দাবি হতে পারে না। এটি দেশের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল।”
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, “একসময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মালিকানা নেওয়ার চেষ্টা করেছিল। এখন তারা আবার জুলাইয়ের আন্দোলনকে নিজেদের রাজনৈতিক লাভের হাতিয়ার বানাতে চায়।”
নুরুল হক আরও মন্তব্য করেন, “জুলাইয়ের চেতনা হচ্ছে, দেশে ফ্যাসিবাদ হটিয়ে জনগণের অধিকার নিশ্চিত করা। এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে প্রশাসন জনগণের কাছে জবাবদিহিতামূলক থাকবে এবং নির্বাচন হবে প্রকৃত অর্থে জনগণের অংশগ্রহণে, রাতের অন্ধকারে নয়।”
এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সভাপতি নান্নু মিয়া। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, জ্বালানি ও খনিজ সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ।