পাবনায় বিএনপির নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া অষ্টমনিষা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ মে) দিবাগত রাত দুইটার দিকে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। ইউনিয়ন বিএনপি তাদের সভা-সমাবেশ ওই ক্লাবেই করে। রবিবার গভীর রাতে অষ্টমনিষা বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়।এ ছাড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় সামনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।
আরও পড়ুন: শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বিশেষ বিসিএস আসছে, পদের সংখ্যা কতটি
এ ব্যাপারে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবদুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন, তা তিনি জানেন না।
এ ব্যাপারে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছেন, তা তিনি বলতে পারেননি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।