আনোয়ারায় প্রধান শিক্ষকের পুনর্বহাল আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চন্দন মহাজনকে পুনর্বহাল করার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
আজ রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে পূর্ব বরৈয়া এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী। বিক্ষোভকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে আবার বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘অনিয়মের শিক্ষকের জায়গা বিদ্যালয়ে নয়’, ‘পুনর্বহাল আদেশ মানি না’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, চন্দন মহাজন একজন ইসলামবিদ্বেষী ও নৈতিকতা বিবর্জিত ব্যক্তি। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের দাড়ি, টুপি, হিজাব, বোরকা নিয়ে কটূক্তি, অতিরিক্ত ফি আদায়, বিশেষ ক্লাসের নামে টাকা আদায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও অবৈধ অ্যাডহক কমিটি গঠনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ স্বীকার করে চন্দন মহাজন গত ৮ জানুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। এরপরও চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাকে আবার প্রধান শিক্ষক পদে বহাল করার আদেশ দেয়, যা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
এক অভিভাবক প্রতিনিধি বলেন, ‘আমরা চাই, বিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকুক। যিনি স্বেচ্ছায় দুর্নীতির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন, তাকে পুনর্বহাল করা মানে বিদ্যালয়ের ভবিষ্যৎ ধ্বংস করা।’
আরও পড়ুন: এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা, সীমিত যান চলাচল
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলে, ‘এমন একজন শিক্ষক, যিনি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছেন ও বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করেছেন, তার কাছে কীভাবে আমরা নৈতিক শিক্ষা নেব?’ তারা অনতিবিলম্বে চন্দন মহাজনের পুনর্বহাল আদেশ বাতিল করে নতুন প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানায়। অন্যথায় তারা ক্লাস বর্জনসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
বিক্ষোভে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, মো. সেলিম, সাইফুদ্দিন, মাহবুব উদ্দিন, এস এম রাকিব, কামাল সিকদার, পারভেজ, গিয়াস সিকদার, ইমরান, তুষার, মোস্তফা, শাকিল, রোমেন, জহির, মোরশেদ, উসমান, আলী হোসেন, ইসমাইল সিকদার, হৃদয়সহ শতাধিক মানুষ অংশ নেন।