০৬ মে ২০২৫, ১১:১৪

নেত্রকোনায় ট্রলিচাপায় স্কুলশিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন (৭) ট্রলির চাপায় নিহত হয়েছে। সোমবার (৫ মে) বেলা তিনটার দিকে উপজেলার রৌহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার উপজেলার রৌহা গ্রামের ভেতরে মাটির রাস্তায় ট্রলির পেছনের চাকায় পড়ে যায় এই শিক্ষার্থী। এরপর স্থানীয়রা দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথেই রাতে মৃত্যু হয় মনিরের।

রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। তিনি রাত ১০টা ৪০ মিনিটে জানান, মৃত এই শিক্ষার্থীর লাশ নিয়ে ময়মনসিংহ থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে নেত্রকোনা পর্যন্ত এসেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ছুটিতে আছি। ওসি (তদন্ত) নিহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর তারা অভিযোগ দেবে বলে জানায়।  অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।