২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৪

মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

মদন থানা  © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে আরাফাত (৯) নামে কওমি মাদরাসার এক শিক্ষার্থী  নিহত হয়েছেন। রবিবার (২৮এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার তিয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত আরাফাত তিয়শ্রী গ্রামের  আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় একটি কওমি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে  আরাফাত বাড়ি থেকে মাদ্রাসায়  যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে বৃষ্টি  শুরু হয়। মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার  করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মদন থানার ওসি নাহিদ হাসান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।