বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ
রাজশাহী জেলার পবা উপজেলার হড়িয়ান ইউনিয়নের চর খিদিরপুর এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কয়েকজন কৃষককে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘঠনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর খিদিরপুর এলাকার কৃষকরা স্বাভাবিকভাবে তাদের জমিতে কাজ করছিলেন। এমন সময় বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের জমি ছেড়ে চলে যেতে বাধ্য করে। এ ঘটনায় আতঙ্কিত কৃষকরা কাজ বন্ধ করে দ্রুত এলাকা ত্যাগ করেন।
আরও পড়ুন: ক্ষেপণাস্ত্রের বাটনে হাত দিয়ে রেখেছে পাকিস্তান!
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে রাজশাহী সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সীমান্ত এলাকায় না যাওয়া এবং সতর্কভাবে চলাফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও স্থানীয়দের সাথে অসদাচরণের ঘটনা নতুন নয়। এর আগেও দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে এমন অভিযোগ উঠেছে।
সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়রা দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য সরকারের প্রতি জোরালো আবেদন জানিয়েছেন।