সীমান্তে বিদেশি নাগরিক আটক
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:০৩ PM

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক বিদেশি এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক নারীর নাম আমিনা শাবানি। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মির্জানগরের নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ি মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এ নারীকে আটক করা হয়।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক তানজানিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’