ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে মারা গেলেন জেলা শিক্ষা কর্মকর্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪০ PM

খুলনার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক ঈদের দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে রবিবার (৬ এপ্রিল) সকালে অফিসে যোগ দেন। দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় হঠাৎ তিনি চেয়ার থেকে পড়ে যান।
সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি পথেই মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক শেখ শাহিনুর রহমান জানান, দুপুরে শামসুল হক ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুর পর বিকেলে তার মরদেহ রাজশাহীর পবা উপজেলার গ্রামের বাড়িতে পাঠানো হয়।
জানা গেছে, খুলনায় তিনি একা থাকতেন। তার দুই স্ত্রী – একজন সাতক্ষীরায় এবং অপরজন ঢাকায় বসবাস করেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। শিক্ষা কর্মকর্তার হঠাৎ মৃত্যুতে সহকর্মী, শিক্ষাপ্রশাসন এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।