ধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী মো. নাইমকে (২২) আটক করা হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) ভোরের দিকে উপজেলার পৌর সদরের সরদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, মো. নাইম পৌর সদরের সরদার পাড়া মহল্লার মধু মোল্লার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভাঙ্গুড়া উপজেলার সক্রিয় কর্মী ও উপজেলা সভাপতি আতিকুল ইসলাম বিপ্লবের একনিষ্ঠ কর্মী।
এজহার সূত্রে জানা গেছে, মো. নাইম ও ভুক্তভোগী নারীর সঙ্গে প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে বিবাহ হয়। কিন্তু বিবাহের ছয় মাস না যেতেই পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। কিছুদিন পরেই নাইম আবার ওই নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং বিবাহের প্রতিশ্রুতি দেয়।
পরে চলতি বছরের জানুয়ারির ২৫ তারিখে ভুক্তভোগী তার বাবার বাড়িতে থাকা অবস্থায় পিতা-মাতার অনুপস্থিতিতে নাইম বিবাহের প্রলোভনে তাকে ধর্ষণ করে। পরে সে চিৎকার করলে আসামি পালিয়ে যায়।
এ ঘটনার পর ওই নারী আদালতে হাজির হয়ে নাইমের বিরুদ্ধে এজাহার দায়ের করে এবং আদালত পাবনার ভাঙ্গুড়া থানার ওসিকে মামলা রুজু করার নির্দেশ দেন। এর পরই আজ রবিবার ভোরের দিকে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।