২২ মার্চ ২০২৫, ১১:২০
বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২১) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) জাফর ইকবাল বলেন, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন, তার বাম পায়ে দুটি গুলি লেগেছে।
আহতের পরিবার বলছে, জাহাঙ্গীর সীমান্ত সংলগ্ন এলাকায় চাষাবাদের জমিতে পানি দিতে গিয়েছিলেন।
তবে স্থানীয় একটি সূত্রের দাবি, যে এলাকায় জাহাঙ্গীর আহত হয়েছেন সেখানে সীমান্তের চোরাকারবারিদের আনাগোনা আছে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন কলেজছাত্রী

বিসিআইসিতে চাকরি, পদ ১০২, আবেদন আগামীকাল রাত ১২টার মধ্যেই

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে মানারাত ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ
