১৬ মার্চ ২০২৫, ০৯:৫৩

ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

  © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় শ্বশুর বাড়ি থেকে ওড়না পেঁচানো এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী রমজান গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ। 

কাইছার হামিদ বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, পর অভিযুক্ত স্বামী রমজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) রাতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার শ্বশুর বাড়ির নিজ ঘর থেকে গৃহবধূ সুমাইয়ার মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই স্বামী রমজান পলাতক ছিল। এদিন রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশখালী থানা পুলিশ। 

নিহত সুমাইয়া একই ইউনিয়নের পানিরছড়া এলাকার হারুন রশিদের মেয়ে। কয়েক বছর আগে পূর্ব জামালপাড়ার রাজমিস্ত্রি রমজান আলীর সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে ২ সন্তান রয়েছে।