১৫ মার্চ ২০২৫, ২১:২১

রাজশাহীতে অভিমানে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

রাজশাহীতে অভিমানে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
  © সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারুফ ইসলাম (১২) নামের এক মাদ্রাসা ছাত্র। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশীফতেপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মারুফ মাদ্রাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে পড়াশোনায় অবহেলা ও মাদ্রাসা ছেড়ে বাড়িতে ফেরার বিষয়ে তিরস্কার করে। ধারণা করা হচ্ছে, এই তিরস্কারের অভিমানে সে নিজ ঘরের টিনের চালার কাঠের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করে।

মারুফ ইসলাম পলাশীফতেপুর গ্রামের মো. শামরুল ইসলামের ছেলে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।