১০ মার্চ ২০২৫, ১৪:৫৭

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল
সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন  © টিডিসি

সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্র-জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ছাড়া উপস্থিত ছাত্র-জনতা ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়ার ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রেদুয়ান রাশেদ, শিক্ষার্থী মারুফ হোসেন, লিপি আক্তারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণির দুষ্কৃতকারী গোষ্ঠী খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমূর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে সবাইকে আন্তরিক হতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।