সারা দেশে ধর্ষণ-হত্যার প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে ধর্ষণ, হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাতে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কলেজের শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে সামাজিক সচেতনতার পাশাপাশি নিরাপত্তার দাবিতে আওয়াজ তোলেন।
কয়েক দিনে মাগুরাসহ দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি নৃশংসতা ও হত্যা সংঘটিত হয়েছে। এমন পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজ সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পিরোজপুর পুরাতন বাসস্টান্ডে গিয়ে শেষ হয়, সেখানে ছাত্রপ্রতিনিধিরা তাদের ক্ষোভ ও দাবি পেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা প্রদানকারী শিক্ষার্থী আফরোজা তুলি বলেন, ‘আজকের এ প্রতিবাদ কর্মসূচি শুধু পিরোজপুরের জন্য নয়; বরং সারাদেশের সব নারীর নিরাপত্তার দাবি। আমরা চাই ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’
আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ কবে, যা জানা যাচ্ছে
শিক্ষার্থী আসমা মিতু বলেন, ‘আমাদের কথা সহজ, হয় ধর্ষকদের ফাঁসি দিন নয়তো আমাদের হাতে ধর্ষকদের ছেড়ে দিন। আর তাও না পারলে আপনারা ক্ষমতা ছেড়ে দিন।’
ছাত্র প্রতিনিধি শাহনেওয়াজ অভি বলেন, ‘এসব ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জার। আমরা আশা করি সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও বিচারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে অপরাধীরা নির্ভয়ে কাজ করতে না পারে।’
সমন্বয়ক ফাহাদ সিকদার অপি বলেন, ‘আমরা যেভাবে ফ্যাসিস্ট সরকার উৎখাত করেছি, তেমনভাবে এই বাংলা থেকে ধর্ষকদের সমূলে উৎখাত করা হবে।’
শিক্ষার্থী জান্নাত পূজা সরকার বলেন, ‘মাগুরায় একটি ছোট্ট শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আছিয়া আমাদের সবার ছোট বোন। সেই ছোট্ট আছিয়াকে তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে পরবর্তী সময়ে আর কেউ ধর্ষণের সাহস না করে।’
আরও পড়ুন: নিয়োগ নিয়ে সমালোচিত বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ফেরাতে চবি প্রশাসনের নতুন উদ্যোগ
সমাবেশের শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান তুলে ধরেন, যেমন ‘আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া।’, ‘we want Justice, No more rapist’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলাদেশে হবে না’ স্লোগানে মুখর হয় পিরোজপুরের চারপাশ। যত দিন পর্যন্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তত দিন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।