২৯ আগস্ট ২০২২, ১৫:০১

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি, বেতন ৩৮,৬৪০

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ  © সংগৃহীত

সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে অস্থায়ী ভিত্তিতে লোক নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: সরবরাহ কর্মকর্তা

পদসংখ্যা: ৬

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। পণ্য পরিবহন, গুদামজাতকরণ এবং পণ্য ক্লিয়ারিংয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা : প্রার্থীদের ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: ১৭ বিভাগে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেবে বিইউপি

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে পরিচালক (উপকরণ ও সরবরাহ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ০৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫- এই ঠিকানায়।

আবেদন ফি : মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২৭৮১-০০০০-২০৩১ কোডে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।