পাঁচ বিভাগে ১৪ শিক্ষক নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৪ আগস্টের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে তা ডাকে অথবা সরাসরি জমা দেবার মাধ্যমে আবেদন করতে হবে।
বিভাগ: ইংরেজি বিভাগ
পদের নাম: সহকারী অধ্যাপক
পদের সংখ্যা: ১টি
বিভাগ: ইংরেজি বিভাগ
পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা: ২টি
বিভাগ: সরকার ও রাজনীতি
পদের নাম: সহকারী অধ্যাপক
পদের সংখ্যা: ২টি
বিভাগ: সরকার ও রাজনীতি
পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা: ১টি
বিভাগ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা: ৩টি
বিভাগ: পদার্থবিজ্ঞান বিভাগ
পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা: ২টি
বিভাগ: প্রাণিবিদ্যা বিভাগ
পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা: ৩টি
জাতীয় বেতন স্কেলে বেতনক্রম
সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০/
প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী অধ্যাপক: প্রার্থীর এস.এস.সি. ও এইচ.এস.সি. উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ১ম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। আবেদনকারীরে ইংরেজি/সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক (সম্মান)/ সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। এবং
(ক) প্রার্থীদের কমপক্ষে ৪ বছরের শিক্ষাদান/পেশাগত অভিজ্ঞতা তন্মধ্যে ডিগ্রী, অনার্স এবং/অথবা পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে প্রভাষক হিসেবে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা/স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে; অথবা
(খ) এম. ফিল. অথবা সমমানের ডিগ্রী এবং প্রভাষক হিসেবে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা/স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে; অথবা
(গ) পি-এইচ.ডি অথবা সমমানের ডিগ্রী/বিদেশী পদ্ধতিতে সমমানের ডিগ্রি থাকতে হবে।
প্রভাষক: প্রার্থীর এস.এস.সি. ও এইচ.এস.সি. উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ১ম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। আবেদনকারীদের ইংরেজি/সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক (সম্মান) / সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/পদার্থবিজ্ঞান/প্রাণিবিদ্যা বিষয়ের আবেদনকারীদের স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৬০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।
বি. দ্র.
১) সরকার ও রাজনীতি বিভাগে ২টি অস্থায়ী প্রভাষক পদে নিয়োগের জন্য গত ০৮-১১-২০১৮ তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করা আবশ্যক নয়।
২) ইংরেজি বিভাগের ২টি অস্থায়ী প্রভাষক পদে নিয়োগের উদ্দেশ্যে প্রকাশিত গত ০১-০৪-২০১৮ তারিখের বিজ্ঞপ্তি বাতিল বলে গণ্য হবে।
প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ৭ সেট আবেদনের প্রতি সেটের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে। দরখাস্তের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোন শাখা থেকে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক লিঃ জাবি শাখার সি.ডি.-৬৮ একাউন্টে ৬০০ টাকা জমাদানের রশিদ সংযুক্ত করতে হবে। জমাকৃত টাকা/ড্রাফট ফেরৎযোগ্য নয়। বেতন নির্ধারণের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেলের নীতিমালা অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণ অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর অফিস থেকে বিজ্ঞপ্তির কপি এবং আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট www.juniv.edu থেকেও ওই ফরম সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৪-০৮-২০২২ইং