১১ জুলাই ২০২২, ১৮:১৯

সেনাবাহিনীতে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস-বিডিএস ডিগ্রী

সেনাবাহিনী  © প্রতীকী ছবি

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮০তম ডিএএসি (এএমসি) এবং ৬৭তম ডিএসএসসি (এডিসি) পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ২টি ক্যাটাগরির অধীনে অনির্দিষ্ট যোগ্য লোকবল নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীগণ যোগ্যতা সম্পন্ন হলে ৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনলাইনের (https://joinbangladesharmy.army.mil.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।

ফোর্সের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: আর্মি মেডিকেল কোর (এএমসি/AMC) এবং আর্মি ডেন্টাল কোর (এডিসি/ ADC)

চাকরির ধরণ: সরকারি চাকরি ও ডিফেন্স

শূন্যপদ: অনির্দিষ্ট

বেতন গ্রেড: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

চাকরির প্রকৃতি: ফুল টাইম 

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
১.ক) আর্মি মেডিকেল কোর – 80th DSSC (AMC) এর জন্য: এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ);

খ) আর্মি ডেন্টাল কোর – 67th DSSC (ADC) এর জন্য: বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)

২) ইন্টার্নশীপ সম্পন্নকারী

৩) উচ্চ মাধ্যমিক: ক) জাতীয় মাধ্যম: এইচএসসিতে জিপিএ-৫ অথবা (খ) ইংরেজী মাধ্যম: ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ১টিতে ‘বি’ গ্রেড।

৪) মাধ্যমিক: (ক) জাতীয় মাধ্যম: এসএসসিতে জিপিএ-৫ অথবা (খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড।

লিঙ্গ: পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে

জেলা: সকল জেলা

আবেদনের ফি: ১০০০ টাকা

অফিসিয়াল ওয়েবসাইট: www.army.mil.bd ও joinbangladesharmy.army.mil.bd

আবেদনের মাধ্যম: অনলাইন (https://joinbangladesharmy.army.mil.bd)

আবেদনের সময়সীমা: ৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত