০৩ এপ্রিল ২০২২, ০৮:১৭

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা কয় ধাপে, সর্বশেষ যা জানা যাচ্ছে

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা কয় ধাপে, সর্বশেষ যা জানা যাচ্ছে
আগামী ২২ এপ্রিল থেকে হতে পারে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা  © ফাইল ফটো

সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জটিলতা এখনো কাটেনি। তারিখ, কেন্দ্র ও ধাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি কর্তৃপক্ষ। পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখের কথা বলা হচ্ছে আগামী ২২ এপ্রিল। তবে এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এ ছাড়া কয় ধাপে পরীক্ষা হবে তাও চূড়ান্ত হয়নি। ফলে ১৩ লাখ প্রার্থী অনিশ্চয়তায় রয়েছেন। 

এদিকে গত ৩০ মার্চ ৬১টি জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জুম মিটিং করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে সবাই ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন। সভায় তারা বলেছেন, নিয়োগ পরীক্ষা দুই দফায় নেওয়া প্রয়োজন।

যদিও এর আগে পরীক্ষা ঢাকায় কেন্দ্রীয়ভাবে নেওয়ার মত দিয়েছিলেন বেশির ভাগ জেলা শিক্ষা কর্মকর্তা। কিন্তু অজানা কারণে নিয়োগ পরীক্ষাটি জেলা পর্যায়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন: ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে, সিদ্ধান্ত চলতি সপ্তাহে

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রাথমিকভাবে আগামী ২২ এপ্রিল আয়োজন করার প্রস্তুতি নেয়া হয়েছে। নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলেও কয় ধাপে অনুষ্ঠিত হবে তা বলা সম্ভব নয়। দুই ধাপে এ পরীক্ষা হতে পারে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে ২২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে। কেন্দ্রের তালিকা ও কোন কেন্দ্রে কতজন পরীক্ষা দিতে পারবে, সে বিষয়ে তাদের জানাতে বলা হয়েছে। কর্মকর্তারা তথ্য পাঠানোর পর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয় ২০২০ সালের ২৫ অক্টোবর। শুরুতে শূন্য পদের সংখ্যা ৩২ হাজার বলা হলেও পরে বাড়িয়ে করা হয় ৪৫ হাজার। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।