জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখ
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হতে পারে আগামী ৮ এপ্রিল থেকে। পাশাপাশি আগে পাঁচ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জানানো হলেও এখন চার ধাপে হবে। এর আগে আগামী ১ এপ্রিল থেকে পরীক্ষা হতে পারে বলে জানানো হয়েছিল।
শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন: প্রাথমিকে নিয়োগে কোটা বাতিলের দাবিতে শুরু হচ্ছে আন্দোলন
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৮, ১৫ ও ২২ এপ্রিল এবং ১৩ মে অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্তের কথা বলা হয়েছে। এসব তারিখে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
এর আগে ১, ৮, ১৫, ২২ ও ২৯ এপ্রিল পরীক্ষা হতে পারে বলে জানানো হয়েছিল। সে সময়ও ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে সহকারী নিয়োগ পরীক্ষার কথা জানানো হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, চার ধাপে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
আরো পড়ুন: ঢাকার বাইরে হবে না প্রাথমিকের নিয়োগ পরীক্ষা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে। জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কোরণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। এ কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছ; যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে।
এর ফলে সমস্যা নিরসনে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।