১৩ মার্চ ২০২২, ১২:৪১

পাঁচ সরকারি ব্যাংকে তৃতীয় প্যানেলের দাবিতে মানববন্ধন

চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন  © টিডিসি ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল)-২০১৭ এর তৃতীয় প্যানেলের (চতুর্থ পর্যায়) ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার (১৩ মার্চ) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে এই মানববন্ধন করেন তারা।

সরকারি পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা বলেন, করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া দুই বছর বিলম্বিত হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশেরই চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে। এ অবস্থায় নতুন কোনো নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই তাদের। এ বিষয়টি বিবেচনা করে হলেও তৃতীয় প্যানেলের ফল দ্রুত প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানান তারা। তারা বলেন, ইতোমধ্যে গভর্নর বরাবর ৩ দফা আবেদন করেও কোনো সাড়া পাইনি। হতাশ হয়েছি আমরা।

আরও পড়ুন- ঢাকার বাইরে হবে না প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

চাকরিপ্রত্যাশীরা আরও বলেন, অফিসার পদে এই নিয়োগে মেধাতালিকা ও দুইটি প্যানেল দেয়ার পরও আরও ৪০টি পদ খালি রয়েছে। আমরা খোঁজ নিয়ে বিষয়টি জানতে পেরেছি। ব্যাংকগুলো তাদের চাহিদা পত্রও পাঠিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে। আমরা দ্রুত সময়ে এটির বাস্তবায়ন চাই।