চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মহাসমাবেশ ২৭ ফেব্রুয়ারি
চাকরিতে বয়স বৃদ্ধিসহ চার দফা দাবিতে মহাসমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি শাহবাগে সকাল ১০টায় সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সারাদেশের চাকরিপ্রত্যাশীরা অংশ নেবেন। এর আগে, ২৪ ফেব্রুয়ারি সমাবেশটি হওয়ার কথা ছিলো।
আয়োজকরা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশীরা সমাবেশে আসবেন। তারা আরেকটু সময় চেয়েছেন। সমাবেশে যাতে সবাই আসতে পারেন সে জন্য তারিখ পেছানো হয়েছে। এছাড়া ভাষা মাসের কারণে শাহবাগ এলাকায় নিরাপত্তা বেশি থাকে। সে হিসেবে মাসের শেষের দিকে সমাবেশটি করা হচ্ছে।
এবিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, সমাবেশে সারাদেশ থেকে চাকরিপ্রত্যাশীরা আসবেন। আশা করি সমাবেশ অনেক বড় হবে। সবাই যাতে এতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আরেকটু সময় নেয়া হচ্ছে।
আরও পড়ুন- সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবি বাস্তবায়নে উদাসীন সরকার
এদিকে বয়স বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সে দাবি মানা হচ্ছে না। গত ১৬ জানুয়ারি রাজধানীর নীলক্ষেত মোড় ও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন চাকরিপ্রত্যাশীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছিলেন।
চাকরিপ্রত্যাশীরা জানান, রাষ্ট্রপতি, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের সবার কাছেই দাবি নিয়ে গেছেন তারা। সবাই শুধু আশ্বাস দিয়েছে। এছাড়া ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও সেটি এখনো পূরণ করেনি দলটি। আমরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই।
বয়সবৃদ্ধি ছাড়াও চাকরিপ্রত্যাশীদের বাকী দাবিগুলো হলো- নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস বন্ধ, নিয়োগ পরীক্ষার ফি ১০০ টাকা নির্ধারণ, পরীক্ষাগুলো বিকেন্দ্রীকরণ করা এবং একদিনে শুধু একটি পরীক্ষা নেয়।