০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২

ব্যাংক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মানববন্ধন বুধবার

ব্যাংকার্স সিলেকশন কমিটি  © টিডিসি ফটো

সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) তৃতীয় প্যানেলে (৪র্থ পর্যায়ে) ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে চাকুরীপ্রার্থীরা। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্যাংক চত্বরে এ কর্মসূচি পালন করবেন।

এদিন সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (জেনারেল)-২০১৭ তৃতীয় প্যানেলের চতুর্থ পর্যায়ের ফল অতিদ্রুত প্রকাশ করার দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে স্মারকলিপি দিবেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, ২০১৭ সালে ৭ সেপ্টেম্বর ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রকাশিত সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা ২৫৭৪টি পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। মেধা তালিকা ও প্যানেল থেকে নিয়োগ দেয়ার পর এখনও ৪০০টি পদ খালি আছে। আমরা যতটুকু জানি সেই সব শূণ্য পদে জনবল নিয়োগের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে।

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে ১৬তম নিবন্ধনধারীদের অনশন শুরু

চাকুরী প্রার্থীরা বলেন, কোভিড-১৯ এর কারণে প্রায় দুই বছর নিয়ােগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। এ নিয়ােগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম হয়ে যাওয়ায় নতুন কোনো নিয়ােগ পরীক্ষায় আবেদনের সুযােগ নেই। তাই চাকরি প্রার্থীদের বয়স ও করােনার বিষয়টি বিবেচনা করে তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানাই।

তারা আরও জানান, আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসসি বরাবর তিনদফা আবেদন করেও কোন ইতিবাচক সাড়া পাইনি। আমাদের সমসাময়িক সময়ে বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেয়া হলেও ৪০০ পদ খালি থাকা স্বত্বেও জেনারেল পদে নিয়োগ দেয়া হচ্ছেনা।