০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জ চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

ঢাকা স্টক এক্সচেঞ্জ লোগো  © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবের আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের প্রধান ও প্রথম শেয়ার বাজার। দ্বিতীয় শেয়ার বাজার হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এর প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় ১৯৫৪ সালে এটি গঠিত হয়। স১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকার তৎকালীন পশ্চিম পাকিস্তানে প্রথম বারের মত স্টক এক্সচেঞ্জের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। বিভিন্ন ধাপ পেরিয়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৫৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ৯/ফ মতিঝিল বাণিজ্যিক এলাকার ঠিকানায় স্থান পায়। ২০১৯ সালে প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় স্থানান্তরিত হয়।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়সসীমা: ৩০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, বিজনেস স্ট্রেটেজি, ডাটা অ্যানালাইসিস, ম্যাথম্যাটিকস, ইকনোমিকস, আইন, ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতক ও মাস্টার্স পাস।

আরও পড়ুন: একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।