২০১৭ ভিত্তিক অফিসার পদের
সরকারি ৫ ব্যাংকের তৃতীয় প্যানেলের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৯ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৫ PM
সমন্বিত পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল)-২০১৭ এর তৃতীয় প্যানেলের (চতুর্থ পর্যায়) ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন প্যানেলভুক্ত চাকরিপ্রত্যাশীরা। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা বলেন, ব্যাংকার্স সিলেকশন কমিটির প্রকাশিত পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ) ২০১৭ সালভিত্তিক ২ হাজার ৫৭৪টি পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুইটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এর পরও প্রায় ৪০০ পদ এখনো শূন্য রয়েছে। ওই শূন্য পদ পূরণের জন্য পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান এরই মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে লোকবলের চাহিদা পাঠিয়েছে।
চাকরিপ্রত্যাশীরা আরও বলেন, করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। ওই নিয়োগে মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশ চাকুরীতে আবেদনের বয়স সীমা শেষ হয়ে যাওয়ায় নতুন কোন নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই। তাই চাকুরিপ্রার্থীদের বয়স ও করোনার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য দাবি জানাচ্ছি।
চাকরিপ্রত্যাশীরা আরও জানান, এর আগে সোনালী ব্যাংকে মুক্তিযোদ্ধা কোটায় অফিসার (ক্যাশ) ৪র্থ পর্যায়ের ৫ জনের ফলাফল প্রকাশ করা হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার সাধারণ পদে ৫ম পর্যায়ে ১ জনের জন্য ফলাফল প্রকাশ করা হয়। এছাড়াও অন্যান্য নিয়োগের চতূর্থ ও পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু আমাদের অফিসার (জেনারেল) এর প্রায় ৪০০ পদ খালি থাকার সাপেক্ষে প্যানেলের নিয়োগের কার্যক্রম অগ্রসর হচ্ছে না।
তৃতীয় প্যানেলভুক্ত শতাধিত চাকরিপ্রত্যাশী এই কর্মসূচিতে যোগ দিয়ে প্যানেল থেকে নিয়োগের ব্যাপারে শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।