০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৮

৬২ জনকে নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়   © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ৫টি পদে একটি প্রজেক্টে অস্থায়ী ভিত্তিতে মোট ৬২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। পদগুলোর জন্য আবেদন করা যাবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।


প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রজেক্ট অফিস ম্যানেজার
পদসংখ্যা: ১৭
বেতন: ৩০,০০০ টাকা।
যোগ্যতা: সকল পর্যায়ে কমপক্ষে ২য় শ্রেণি/বিভাগসহ কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

পদের নাম: এক্সটার্নাল কমিউনিকেশন অফিসার
পদসংখ্যা: ৪
বেতন: ৩০,০০০ টাকা।
যোগ্যতা: সকল পর্যায়ে কমপক্ষে ২য় শ্রেণি/বিভাগসহ কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। 

আরও পড়ুন: মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবারকে সমাজচ্যুত

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৭
বেতন: ২০,০০০ টাকা।
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক ডিগ্রির সমমানের পরীক্ষায় পাশসহ কমপক্ষে প্রতি মিনিটে বাংলা ২৫টি ও ইংরেজীতে ৩৫টি শক্ত কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হতে হবে।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৭
বেতন: ২০,০০০ টাকা।
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক ডিগ্রির সমমানের পরীক্ষায় পাশসহ কমপক্ষে প্রতি মিনিটে বাংলা ২৫টি ও ইংরেজীতে ৩৫টি শক্ত কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হতে হবে।

পদের নাম: অফিস এ্যাসিসট্যান্ট
পদসংখ্যা: ১৭
বেতন: ১২,০০০ টাকা।
যোগ্যতা: প্রার্থীকে এইচ.এস.সি পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

আরও পড়ুন: ৭০ বছরের চাকরি জীবনে ছুটি নেননি একদিনও 

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদন যেভাবে :

প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, NID-এর কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সকল প্রকার সনদের সত্যায়িত কপি এবং নিজ ঠিকানা সম্বলিত ফেরত খামসহ পদের নাম উল্লেখপূর্বক প্রতি পদের জন্য আলাদা আলাদাভাবে আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। নিয়োগ পরীক্ষায়/সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি, ২০২২