২০ জানুয়ারি ২০২২, ২১:৪৪

মধুমতি ব্যাংকে একাধিক পদে চাকরি সুযোগ

মধুমতি ব্যাংক লিমিটেডের লোগো  © ফাইল ছবি

বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড একাধিক পদে কর্মী নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রিটেইল, এসএমই ও করপোরেট শাখায় জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক লিমিটেড

প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

পদের বিবরণ:

পদের নাম: রিলেশনশিপ অফিসার, রিটেইল ব্যাংকিং
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।

পদের নাম: রিলেশনশিপ অফিসার, এসএমই ব্যাংকিং
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। বাণিজ্য বিভাগে স্নাতক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।

আরও পড়ুন: ২৮০ জনকে চাকরি দেবে বাংলাদেশ রেলওয়ে

পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার, করপোরেট ব্যাংকিং
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।

আরও পড়ুন: ৫০ জনকে নিয়োগ দেবে তথ্য অধিদপ্তর, বেতন ৩০ হাজার

পদের নাম: প্রায়োরিটি ব্যাংকিং অফিসার, করপোরেট ব্যাংকিং
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২।