০৫ ডিসেম্বর ২০২১, ০৮:২৯

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির সুযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  © ফাইল ছবি

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিসেস, গ্রাফিকস ডিজাইন, কনজ্যুমার ইলেকট্রনিকস ও সুইং মেশিন অপারেশন)।

আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অথবা শিল্পকারখানায় দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্নদের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা। এনটিভিকিউএফের আওতায় এনএসসি লেভেলসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন: প্রতি কার্যদিবসে ১২০০ টাকা করে। মাসিক কার্যদিবস ২৩ দিন। সর্বমোট ২৭ হাজার ৬০০ টাকা। ১০ শতাংশ উৎস কর কাটা হবে।

পদের নাম: জব প্লেসমেন্ট অফিসার।

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাসসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা।

মাসিক বেতন: এ পদে নিয়োগ পেলে প্রতি কার্যদিবসে বেতন ১৫০০ টাকা। মাসিক কার্যদিবস ২৩ দিন হলে মোট বেতন ৩৪ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ উৎস কর কাটা হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্তসহ সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের কার্যালয়ে পাঠাতে হবে।

আবেদন যেভাবে: আবেদনপত্র পাঠাতে হবে অধ্যক্ষ, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, সপুরা, রাজশাহী এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২১।