০৫ নভেম্বর ২০২১, ২০:৩০

১৩৩ টাকায় পুলিশের চাকরি পেলেন ১০৭ জন

১৩৩ টাকায় পুলিশের চাকরি পেলেন ১০৭ জন  © সংগৃহীত

ময়মনসিংহ পুলিশ লাইন্স চত্বরে পুলিশ ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাত সোয়া ১২টা এ পদে নিয়োগের ফল প্রকাশ করা হয়।

জেলা সদরের দাপুনিয়া গ্রামের দিনমজুরের ছেলে আলমগীর হোসেন। পুলিশে চাকরি করা স্বপ্ন ছিল তার। আলমগীর জানতে পারেন পুলিশে চাকরি পেতে লাগে না কোনো বাড়তি টাকা। মেধা যোগ্যতা হলেই মোট ১৩৩ টাকা খরচ করেই মিলবে পুলিশের চাকরি। পরে আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়ালেন। এরপর সব বাছাইয়ে মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হলেন আলমগীর।

ফলাফল ঘোষণা হওয়ার পর বাবাকে ধরে কেঁদে ফেলেন আলমগীর। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। দিনমজুর বাবার দরিদ্র পরিবারে ছেলে আমি। তিনবেলা ঠিকমতো খেতে পারি না। আমার তো লোক ধরার কোনো সুযোগ নাই। সেখানে আমি টিকে গেছি। নিয়োগে স্বচ্ছতা না থাকলে এটা সম্ভব হত না।

আলমগীরের বাবা বিল্লাল হোসেন বলেন, ‘আমি খুব গরিব। পরনের লুঙ্গিটাও দেহুইন ছিড়া। কাম কইরা কোনোরহমে খাই। কিন্তু আমার পুলাফানরে আমি কাম করাইছি না, লেহাপড়া করাইছি। আমি কইছি তোমরা লেহাপড়া করো আর আমি কাম করি। আমার পুলা পুলিশে টিকছে। আমি খুশিতে বেহুঁশ অইয়া যাইতাছি। আমার জীবনে এত খুশি আর কোনোদিন অই নাই।’

জানা গেছে, আবেদন ফরম ৩ টাকা, ব্যাংক ড্রাফট ১০০ টাকা ও অনলাইন চার্জ ৩০ টাকা দিয়েই এ নিয়োগ সম্পন্ন হয়েছে। মোট ১০৭ জন মেধা ও যোগ্যতায় মাত্র ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন। যাদের কারো বাবা কৃষক, কারো বাবা দিনমজুর-শ্রমিক, কারো বাবা রিকশাচালক, কেউবা আবার নিজেরাই গার্মেন্টসকর্মী।

জেলা পুলিশ সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এবার ২৯৩০ জন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এ পরীক্ষায় ৭১৬ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে লিখিত পরীক্ষায় পাস করে ১৮৫ জন। এর মধ্যে থেকে ১৯ জন অপেক্ষমাণসহ ১২৬ জন উত্তীর্ণ হয়। যার মধ্যে ১০৯ জন পুরুষ ১৭ নারী।

জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান ফলাফল ঘোষণার পর বলেন, আমি অভিভূত এবং নিজেকে গর্বিত মনে করছি ইতিহাসের স্বাক্ষী হতে পেরে। আইজিপি মহোদয়ের ঐকান্তিক ইচ্ছা ও চেষ্টার কারণেই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে যোগ্যতাভিত্তিক এ নিয়োগ সম্পন্ন হয়েছে।