৩১ অক্টোবর ২০২১, ১৪:১০

খুলনায় বিভিন্ন পদে চাকরির সুযোগ, আবেদন ডাকযোগে

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়  © ফাইল ফটো

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪টি পদে শুধু মাত্র খুলনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। আগ্রহীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামীকাল থেকে। আবেদনের শেষ তারিখ আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

পদের নাম: সার্টিফিকেট পেশকার
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

পদের নাম: সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ৬টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

পদের নাম: ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী
পদসংখ্যা: ১৪টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

আবেদন করবেন যেভাবে:
সরকারি চাকরির নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ দুটি ওয়েবসাইটে (http://khulna.gov.bd/) ও (http://forms.mygov.bd/)। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদন ফরম পাঠানোর ঠিকানা: সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনা। ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না।