একদিনে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধে প্রজ্ঞাপন জারি হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৫:৪৪ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০৫:৪৪ PM
একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হওয়ায় আবেদন করেই অনেকেই চাকরির পরীক্ষায় বসতে পারছেন না। এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিনে একাধিক চাকরির পরীক্ষা বন্ধে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, চাকরি প্রার্থীদের সমস্যার কথাটি আমরা বিবেচনায় নিয়েছি। দ্রুত বিষয়টির সমাধান করা হবে। আমরা এ বিষয়ে একটি সার্কুলার দেব।
প্রসঙ্গত, করোনার কারণে ১৮ মাস সব ধরণের নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এতে একই দিনে একাধিক পরীক্ষা হচ্ছে। ফলে টাকা দিয়ে আবেদন করেও পরীক্ষায় অংশ নিতে পারছেন না চাকরিপ্রত্যাশীরা।