২২ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সহকারী প্রকৌশলী (পুর) পদে মোট ২২ জনকে নিয়োগ দেবে বলে এক নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
নাম: সহকারী প্রকৌশলী (পুর)।
পদসংখ্যা: ২২
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা। থাকবে প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা।
বয়স:
২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে, তারা আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বিভাগীয় ক্ষেত্রে ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম:
প্রার্থীরা পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে rms.bwdb.gov.bd/orms লিংকে লগইন করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি:
আবেদন ফি ১ হাজার টাকা।
আবেদনের শেষ সময়:
৫ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী এই লিংক থেকে জানা যাবে।