বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেবে মরিশাস; আবেদন করতে যা লাগবে

বাংলাদেশ থেকে ৫০ জন পুরুষ কর্মী নেবে মরিশাস
বাংলাদেশ থেকে ৫০ জন পুরুষ কর্মী নেবে মরিশাস  © সংগৃহীত

বাংলাদেশ থেকে ৫০ জন পুরুষ কর্মী নেবে মরিশাস। মূলত, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সেভেন সেভেন কো লিমিটেডের অধীনে সরকারিভাবে এ কর্মীদের নেবে দেশটি।

মোট ৫০ কর্মীর মধ্যে ৩০ জন বেকারি অপারেটর ও ২০ জন পেস্ট্রি অপারেটর নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যারা আবেদন করতে যা লাগবে:
১. বৈধ পাসপোর্ট বা পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১০ মাস থাকতে হবে।
২. চাকরির চুক্তি তিন বছর (নবায়ন যোগ্য)।
৩. শিক্ষানবিশকাল তিন মাস।
৪. চাকরিতে যোগদানের বিমান ভাড়া প্রার্থীকে বহন করতে হবে, তবে তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
৫. নিয়োগকর্তা থাকা, খাওয়া, প্রাথমিক ও যাতায়াতের ব্যবস্থা করবেন।
৬. প্রার্থীর বয়স অবশ্যই ২০-৩০ মধ্যে হতে হবে।
৭. সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ এবং ওভারটাইম সুবিধা বিদ্যমান।


সর্বশেষ সংবাদ