দুই পদে ১১ জন নেবে বন সংরক্ষকের কার্যালয়
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বন সংরক্ষকের কার্যালয়। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতে ২টি শূন্য পদের বিপরীতে ১১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রাহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
পদগুলোর মধ্যে ’জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট’ পদে ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড: ১৭) বেতন স্কেলে ২ জন এবং অফিস সহায়ক পদে ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড: ২০) বেতন স্কেলে ৯ জনকে নিয়োগ দেয়া হবে।
জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বা সমমান পাস এবং অফিস সহায়ক পদের জন্য এসএসসি বা সমমান পাস চাওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি খুলনা বন সংরক্ষকের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
চাকরির বয়সসীমার বিষয়ে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবেন।
মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য উক্ত সময়ের মধ্যে বয়সসীমা ৩২ বছর ধরা হয়েছে।
পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী পরবর্তীতে প্রার্থীদেরকে তাদের বর্তমান ঠিকানায় এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের (http://www.forest.khulnadiv.gov.bd/) মাধ্যমে জানানো হবে। আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।