০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫

৩-৪ সেপ্টেম্বরেই হচ্ছে জীবন বীমার পরীক্ষা, গুজবে কান না দেয়ার নির্দেশ কর্তৃপক্ষের

জীবন বীমা কর্পোরেশন  © ফাইল ছবি

জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী যাথাক্রমে ৩ এবং ৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশ্ন ফাঁস বা এ সংক্রান্ত কোনো গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছে। এ বিষয়ে আজ বুধবার জীবন বীমা কর্পোরেশন সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জীবন বীমা কর্পোরেশনের শূন্যপদ পূরণের লক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর তারিখে উচ্চমান সহকারী পদে এবং ৪ সেপ্টেম্বর তারিখে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে লিখিত (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে বাছাই কমিটি জিরো টলারেন্সে কাজ করছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, যে সকল ব্যক্তি/সিন্ডিকেট অবৈধ উপায়ে আর্থিক লাভবান হওয়ার প্রচেষ্ঠায় রত তারা দুর্নীতি বিরোধী গৃহীত নানা পদক্ষেপে ব্যর্থ হয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এমনকি তারা একাজে মিডিয়াকেও ব্যবহার করছে। তাদের উক্ত মিথ্যা তথ্যে কেউ বিভ্রান্ত হবেন না। যদি কেউ প্রমাণিত কোন তথ্য পান যা স্বচ্ছ পরীক্ষা গ্রহণের অন্তরায়, তবে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষের নজরে আনার জন্য (kamaltajrian@gmail.com) অনুরোধ করা হলো।