নতুন সার্কুলারে বয়সে ছাড় পাবে বিসিএস প্রার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৭:৫৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২১, ০৭:৫৫ PM
করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় করে আদেশ জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হলো। চলতি বছরের বিসিএসের জন্য এ ছাড় কার্যকর না হলেও পরবর্তী সার্কুলারে তাদের জন্যেও এ সুবিধা দেয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।
বাংলাদেশে চাকারিপ্রার্থীদের জন্য বিসিএস সবচেয়ে আকর্ষণীয়। তাই বিসিএস এই সুবিধার বাইরে থাকায় প্রার্থীরা হতাশ হয়েছেন। তাদের হতাশার আরো অনেক দিক রয়েছে। তাদের কথা হলো, এই ২১ মাসের সুবিধা পাবেন গড়ে দুই-তিন ভাগ। কারণ, করোনায় প্রাথমিক থেকে সব পর্যায়ের শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে পিএসসির সদস্য শাহজাহান আলী মোল্লা গণমাধ্যমকে বলেন, এবছর পাবে না, আগামী বছর বিসিএসে বয়সের সুবিধা পাবে। আমরা এ বছর তো আগেই নিয়োগ পরীক্ষার সার্কুলার দিয়ে ফেলেছি, তাই এই বয়স রেয়াতের সুবিধা দেয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিসিএস ছাড়া অন্যান্য চাকরির ক্ষেত্রে এ সুযোগ পাবেন ৩০ বছর পেরোনো প্রার্থীরা। কারণ, বিসিএসের বিজ্ঞপ্তিগুলো নিয়মিত প্রকাশ হচ্ছে। এ জন্য এ ক্ষেত্রে বয়স আগের মতোই থাকবে। সরকারি চাকরিতে প্রবেশে সাধারণ প্রার্থীদের বয়স বয়সসীমা ৩০ বছর।
সরকারের নির্দেশনা অনুযায়ী, যার চাকরির বয়স জুলাই মাসে শেষ হয়েছে তিনি পাবেন পাঁচ মাসের সুবিধা। আবার যার চাকরির বয়স নভেম্বরে শেষ হবে তিনি পাবেন এক মাসের সুবিধা। তাই বিসিএস প্রার্থীদের দাবি, এই রেয়াত না দিয়ে চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩০ থেকে ৩২ করা হোক। এটা কেউ কেউ ৩৫ করারও দাবি করছেন।
শাহজাহান আলী বলেন, এ বছর একটি সার্কুলার তো হয়েছে। বছরের শেষের দিকে আরেকটি হবে, তখন আশা করছি করোনার কারণে বয়সের সুবিধা দেয়া হবে। হয়ত সুবিধা পাবে। আমাদের কাছে সরকারের চিঠিটি এখনো আসেনি। আসার পর দেখবো কী করা যায়।