২১ আগস্ট ২০২১, ১৭:৩৯

মাউশিতে নিয়োগ: ১০ পদের লিখিত পরীক্ষা ২৭ আগস্ট

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  © লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জনবল নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) এই নিয়োগের বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ও মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জনবল নিয়োগের লক্ষ্যে আগামী ২৭ আগস্ট বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত প্রদর্শক (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, গণিত, গার্হস্থ্য ও কৃষি) এই ১০টি ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র (http://dshe.teletalk.com.bd) ওয়েবসাইট হতে ডাউনলোডপূর্বক প্রিন্ট করতে হবে।

প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের মোবাইল নম্বরে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (http://www.dshe.gov.bd) ওয়েবসাইটে আসন বাবছ, সময়সূচি ও নির্দেশনা বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এতে বলা হয়েছে।