আরও দুই সপ্তাহ পেছাল ৪৩তম বিসিএস প্রিলির তারিখ

বিসিএস প্রিলি
বিসিএস প্রিলি  © ফাইল ফটো

৪৩তম বিসিএসে এখন পর্যন্ত আবেদন করেছেন ৪ লাখ ৮ হাজার ৪৬২ জন। তিন দফা আবেদনের তারিখ পেছানোর পর চাকরি প্রার্থীদের আবেদনের এই সংখ্যা পেছনে ফেলেছে প্রায় ৫৮টি দেশের জনসংখ্যাকে। এদিকে প্রিলি তারিখ আরো এক সপ্তাহ পেছাতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পেছাতে পারে ৪৩তম বিসিএসের প্রিলির তারিখ।এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছিল। পরে প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর পুনঃ নির্ধারণ করা হয়েছে।

১৫ অক্টোবর হিন্দুধর্মাবলম্বীদের বিজয়া দশমী অনুষ্ঠিত হওয়ার কথা। সে জন্য ওই তারিখে পরীক্ষা নেওয়া হবে না। এটি দুই সপ্তাহ পেছাতে পারে। জানতে চাইলে পিএসসির একজন সদস্য বলেন, পরীক্ষার তারিখ নির্ধারণের সময় বিজয়া দশমীর বিষয়টি চোখ এড়িয়ে গেছে। তাই পিএসসি ওই দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সভা শেষে এই তারিখ পুনর্নির্ধারণ করা হবে।

গত বছরের ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভাতেই বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ নিতে ইউজিসিকে অনুরোধ জানানো হয় উপাচার্যদের পক্ষ থেকে। ইউজিসিও তাতে একমত পোষণ করেছিল। এরপরই ৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দিয়েছিল ইউজিসি। এখন আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আরও দুই মাস বাড়ানো হয় এই আবেদনের সময়সীমা।

 


সর্বশেষ সংবাদ