১৪ জুন ২০২১, ১৯:১৩

পুলিশের উপপরিদর্শক হলেন ৬০ রাবি শিক্ষার্থী

বাংলাদেশ পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো  © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী। আজ সোমবার (১৪ জুন) বছরব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন।

সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৫ জন, বিজ্ঞান অনুষদের ১৩ জন, কলা অনুষদের পাঁচ জন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের চার জন, আইন অনুষদের চার জন, প্রকৌশল অনুষদের দুই জন এবং কৃষি অনুষদের দুই জন শিক্ষার্থী।

সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহফুজার রহমান বলেন, গত বছরের মাঝামাঝি সময় থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে আমাদের প্রশিক্ষণ শুরু হয়। আজ এক বছরের মাথায় আনুষ্ঠিকভাবে শেষ হলো এই প্রশিক্ষণ। এ বছর ট্রেনিংপ্রাপ্ত হয়েছেন ১২৩১ জন। করোনার প্রতিকূল পরিবেশের মধ্যেও ঠিকঠাকভাবে প্রশিক্ষণ শেষ করায় শুকরিয়া জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

বাংলাদেশ পুলিশে নিয়োগ পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী। সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সবাই দেশসেবায় অগ্রণী ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করেছেন তিনি।
 
এর আগে, বাংলাদেশ পুলিশে ৩৭তম সাব ইনসপেক্টর পদে ৯০ জন এবং ৩৬তমতে ৭৫ জন রাবি শিক্ষার্থী নিয়োগ পান।